নিমতিতার ঘটনায় আহতদের পাঁচ লক্ষ টাকা সাহায্য

mamta-banerjeeনিজস্ব সংবাদদাতা: নিমতিতার ঘটনায় গুরুতর আহতদের সকলকে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ও অল্প আহতদের সকলকে এক লক্ষ টাকা দেওয়া হবে বলে আজ এস এস কে এম এ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি নিমতিতা রেল স্টেশনে বোমার আঘাতে গুরুতর আহত রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী জাকির হোসেনকে দেখতে গিয়ে এই কথা ঘোষণা করেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যাদের হাত উড়ে গেছে তাদের আর্টিফিশিয়াল হাত ও পায়ের বন্দোবস্ত করে দেওয়া হবে।

149560606_1955498754590550_7537541499495602122_o149274739_1955175504622875_8761804105952090197_oadvt-1advt-3advt-4advt-5gnc-advt-6x4-for-webgif advt

%d