সঞ্জয় মুখোপাধ্যায়: দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে বিধান নগর করুণাময়ীতে বয়স্ক মানুষদের নিয়ে এক চড়ুইভাতির আয়োজন করা হয় এদিন সকাল বেলা। এদিন তিনি করুণাময়ী থেকে জানিয়েছেন যেহেতু আম্ফান এবং তার পরে করোনার সময় দীর্ঘ সময় ধরে এই মানুষগুলো ঘর বন্দী অবস্থায় ছিলেন, তাই তাদেরকে কিছুটা আনন্দ প্রদানের জন্য এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ।পাশাপাশি তিনি জানিয়েছেন তিনি সবসময় মানুষের পাশে থাকেন এবং মানুষের জন্য কাজ করে থাকেন। তাই এই বয়স্ক মানুষদের জন্য কিছু কাজ করতে পেরে তার ভাল লাগছে ।
অন্যদিকে তিনি জানিয়েছেন করোনার সময় সমস্ত বয়স্ক মানুষদের পাশে তিনি এবং তার দল সবসময়ের জন্য ছিল। তাছাড়া পুলিশের উদ্যোগে বয়স্ক মানুষদের সাহায্য করা হয়েছে বলে এদিন তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন ভোটের সময় অদল বদল হতে পারে। কিন্তু আবার ভোট নির্বাচন হয়ে গেলে অনেকে আবার ফিরেও যায়। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করেছেন সুজিত বসু।