পুরনো ঐতিহ্যবাহী গাড়ির সফর

v-car-6

সঞ্জয় মুখোপাধ্যায়: আজ সকালে ক্যালকাটা ক্লাব থেকে শুরু হলো পুরনো ঐতিহ্যবাহী গাড়ি নিয়ে একটি ঐতিহ্যবাহী সফর। অটোমোবাইল এসোসিয়েশন অফ ইস্টান ইন্ডিয়ার পক্ষ থেকে এই ঐতিহ্যবাহী সফর শুরু হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ক্লাবের সভাপতি মদন মিত্র। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ তাদের পুরনো ঐতিহ্যবাহী গাড়ি নিয়ে শামিল হন। ইতিমধ্যে ঐতিহ্যবাহী 80টি ঐতিহ্যবাহী গাড়ি ও ১৫টি ঐতিহ্যবাহী বাইক অংশগ্রহণ করেন। এমনকি রাজবাড়ির বিভিন্ন ঐতিহ্যবাহী গাড়ি  এই সফরে অংশগ্রহণ করেএদিন, শুধু তাই নয় তার পাশাপাশি এই সমস্ত গাড়ি গুলি এখনো পর্যন্ত যার দাম আকাশছোঁয়া। এমনকি এই সমস্ত গাড়ি গুলি যার মধ্যে অনেকগুলো স্থলপথ ও জনপথের দু জায়গাতেই সমান ভাবে চলতে পারে।

এমন অনেক গাড়ি রয়েছে যা আগে কখনো সাধারন মানুষ দেখেননি ।বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের গাড়ি নিয়ে উপস্থিত হন গাড়ির মালিক। বাইক থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের মডেলের গাড়ি নিয়ে তারা এদিন এখানে উপস্থিত হন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এখানে উপস্থিত হন। এক একটি গাড়ির বয়স ৯৯ বছর ১০৮বছর বা তারও বেশী। যে সমস্ত গাড়িগুলো এখানে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে অন্যতম হলো রোলস রয়েলস, প্যানথম মরিস মিনোর, অস্টিন 10A, HM অ্যাম্বাসেডর ,জেমস ভিলার্স Mercedes Benz প্রভৃতি।

%d bloggers like this: