নিজস্ব সংবাদদাতা: আলিপুর আদালতের এসিজেএম- ২নম্বর ঘরে বৈশাখী ব্যানার্জি এবং শোভন চ্যাটার্জীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন দেবশ্রী রায়। তারপর তিনি জানান তার কনস্টিটিউন্সিতে গিয়ে বৈশাখী ব্যানার্জি এবং শোভন চ্যাটার্জি তাঁর বিরুদ্ধে অনেক কুকথা বলে এসেছেন। যেমন তার মধ্যে বলেছেন -দেবশ্রী রায় অপদার্থ বিধায়ক, অনেক পাপ করেছেন প্রায়শ্চিত্ত করতে রাজনীতিতে এসেছেন. এছাড়া দেবশ্রী রায় কে বৈশাখী ব্যানার্জি ব্যক্তিগত আক্রমণ করেছেন, অম্ফান এর পরে দেবশ্রী রায় গান গাইছেন দেশপ্রিয় পার্কে বসে. তার ব্যক্তিগত জীবন নিয়ে হস্তক্ষেপ করেছেন বৈশাখী ব্যানার্জি। পাশাপাশি তিনি যে সিনেমা করছেন না সেটা নিয়েও কটূক্তি করেছেন- ওই দুই বিজেপি নেতা। আজ ধৈর্যের বাঁধ ভাঙ্গার পরে আলিপুর আদালতে দেবশ্রী রায় মানহানি মামলা করলেন।