Site icon Sambad Pratikhan

বিজেপি আসলে বাংলায় ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে- ফিরহাদ হাকিম

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়: কলকাতার চেতলা হাটে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্পের উদ্বোধন করলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। এই শুভ অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন মালা রায়। এদিন সেখানকার পরিবারের হাতে এই বাংলার বাড়ি প্রকল্পের চাবি তুলে দেন তিনি। এর পাশাপাশি এদিন তিনি সেখান থেকে বিজেপিকে একহাত নেন। প্রসঙ্গত আজ বাংলায় আসছেন বিজেপির জেপি নাড্ডা। আজ থেকে শুরু হচ্ছে বিজেপির রথযাত্রা। এই উপলক্ষে এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন এই রথ যাত্রার মাধ্যমে বিজেপি আসলে বাংলায় ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে। যা আগে ব্রিটিশরা করেছিল বলে তিনি জানান ।সেই সঙ্গে তিনি জানিয়েছেন এইসব করে বিজেপির কোন লাভ হবে না। কারণ বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। অন্যদিকে তিনি জানিয়েছেন এর আগেও জেপি নাড্ডা বাংলায় এসেছেন এবং কিছু মানুষের বাড়িতে বসে তিনি ভোজন করেছেন। কিন্তু তার পরের দিনই সেই বাড়ির লোকেদের স্টেটমেন্ট শুনে বোঝা গেছে সেখানে কি হয়েছে এবং তাদের বর্তমান পরিস্থিতির অবস্থা কি।অর্থাৎ বিজেপি সব কিছু নিযে নাটক করছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

Exit mobile version