কলকাতা লেদার কমপ্লেক্সে দুর্ঘটনায় মৃত ১

leather

সঞ্জয় মুখোপাধ্যায়: শুক্রবার সকালে লেদার কমপ্লেক্সে ৩ নম্বর গেটে কেএমডির ইটিএস প্রজেক্টের কাজ চলাকালীন ম্যান হোলে রঙ করছিলেন বেশ কর্মী । রঙ করার সময়ই পড়ে যান তিন জন কর্মী। বাকিরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু ততক্ষণে পা পিছলে এক্কেবারে তলায় পড়ে যান এক কর্মী। দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ডিএমজি-র টিম তিন ঘণ্টার চেষ্টায় বাকি একজনকে উদ্ধার করে। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে পড়ে ।তারা সেই জায়গায় পরিবেশকে উত্তপ্ত করে তোলে। পুলিশের সঙ্গে স্থানীয় মানুষের বচসা শুরু হয়ে যায় ।পুলিশ দেরি করে সেই জায়গায় পৌঁছায় বলেও তাদের দাবি ।এছাড়াও প্রত্যক্ষদর্শীরা জানান আগে থেকে কোনরকম প্রোটেকশান না নিযে এই কাজ করা হচ্ছিল বলে এই রকম দুর্ঘটনা ঘটে বলে তারা এদিন জানিয়েছেন।

%d bloggers like this: