নিজস্ব সংবাদদাতা: পার্কসার্কাস ময়দানে বৈচিত্রের মাঝে মহামিলনের উৎসব শুভ সূচনা হলো ১ ফেব্রুয়ারি সোমবার। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান দক্ষ আধিকারিক ডাঃ পি বি সেলিম (আই.এ.এস.)-এর নেতৃত্বে মিলন উৎসব ২০২১ বিগত বছরগুলোর মতোই এবছরও আবেগ-আনন্দ-উচ্ছাস আর ভালবাসায় সামিল হলেন হাজার হাজার মানুষ। এবছর পার্কসার্কাস ময়দানে মিলন উৎসব ডাক দিল ঘরে ঘরে ঐকতান আর সম্প্রীতির বার্তা পৌঁছে যাক। মিলন উৎসব ২০২১ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্য সরকারের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন মূল মঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধনের পর পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান ডাঃ পি বি সেলিম (আই.এ.এস.)-এর হাত দিয়ে আনুষ্ঠিক উদ্বোধন হলো “উদার আকাশ” মিলন উৎসব সংখ্যা ২০২১। উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ পত্রিকার বিশেষ সংখ্যাটি চেয়ারম্যানের হাতে তুলে দেন। এবছর মিলন উৎসবের থিম নির্ধারন করা হয় “ঐকতান।” এবছরেও মিলন উৎসব-এর বিশেষ আকর্ষণে আছে কেরিয়ার স্টল, মেডিকেল প্যাভিলিয়নে স্বাস্থ্য পরীক্ষা শিবির, ফুড স্টল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী, সাংস্কৃতিক প্রতিযোগিতা, জব মেলা, হস্তশিল্পের স্টল, কিতস জোন, শিক্ষা সচেতনতার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টল, চাকরি জন্য কেরিয়ার কাউন্সিলিং, বাংলার বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব হস্তশিল্প, প্রতিদিন চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়ও থাকছে বিভিন্ন বিষয়ের ২০০ এর উপর স্টল। পার্ক সার্কাস ময়দানে বৈচিত্রের মাঝে মহামিলনের উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আরও দুই মন্ত্রী জাভেদ আহমেদ খান ও গিয়াস উদ্দিন মোল্লা। উপস্থিত ছিলেন সাংসদ নাদিমুল হক ও প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান। আরও উপস্থিত ছিলেন গোলাম আলী আনসারী, আই.এ.এস. সচিব, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ও বিধায়ক বিচারপতি আবদুল গনী, বিধায়ক আব্দুল খালেক মোল্লা, ক্বারী ফজলুর রহমান ও মওলানা শফিক ক্বাসমী।