সঞ্জয় মুখোপাধ্যায়: পুলিশ, শব্দটি শুনলেই বা এই পেশার সঙ্গে যুক্ত মানুষগুলিকে দেখলেই সাধারণের মনে সৃষ্টি হয় এক অন্য ধারণার। আসলে আমাদের সমাজে বেশ কিছু স্বার্থান্বেষী ও রাজনৈতিক মানুষ শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এই মহান পেশার সঙ্গে যুক্ত আপনার আমার বাড়ির সেই সকল মানুষগুলিকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছেন। অথচ তাঁরাও যে আমাদের মতই, তাঁদেরও মন আছে, তাঁরাও চান সাধারণের সঙ্গে মিশে তাঁদের বন্ধু হয়ে সাধারণের বিপদে তাঁদের পাশে সদা জাগ্রত থাকতে। ঠিক এই কথাগুলিই উঠে আসলো আজ কলকাতা পুলিশ ক্লাবের নবনির্বাচিত কমিটির সম্পাদক মহাদেব চক্রবর্তী’র কন্ঠে।
উল্লেখ্য গত ১৬ জানুয়ারী, ২০২১ মেয়ো রোডের এই কলকাতা পুলিশ ক্লাবের নতুম কমিটি কে নির্বাচন করা হয়েছে, তার পর থেকেই এই কমিটি তত্পর কিভাবে কলকাতা পুলিশ ক্লাবের মধ্য দিয়ে তাঁরা সাধারণ মানুষের আরও কাছে আসতে পারেন। এছাড়াও তাঁরা তাঁদের ক্লাবের ক্রিকেট ও ফুটবল টিমের যে গৌরব রয়েছে তাকে আরও বৃদ্ধি করতে তাঁদের ক্লাবের ক্রিকেট টিমের মেন্টর হিসাবে প্রাক্তন সিএবি কোর্ট বিশ্বরূপ দে’কে নির্বাচিত করেছেন বলে জানান কলকাতা পুলিশ ক্লাবের ননির্বাচিত সম্পাদক কলকাতা পুলিশের অন্যতম আধিকারিক মহাদেব চক্রবর্তী। মহাদেব বাবু এদিন আরও জানান, তাঁদের এই নতুন কমিটি ৮৯ বছরের পুরোনো এই পুলিশ ক্লাবের ভগ্ন দশা ঠিক করাও তাঁদের অন্যতম লক্ষ্য থাকছে ক্লাবের ফুটবল ও ক্রিকেট দলকে উন্নত করার সঙ্গে সঙ্গে।