সোমনাথ রায়, পুরুলিয়া: শনিবার তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বঙ্গধনী যাত্রার মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রীর বিগত দশ বছরের রিপোর্ট কার্ড পৌঁছে দিলো বাঘমুন্ডি ব্লকের তুন্তুরী-সুইসা অঞ্চলের ডাংদুং গ্রামের বাসিন্দাদের দরজায় দরজায়। এদিন তারা ওই গ্রামের সাধারণ মানুষের অভিযোগ শোনেন ও তৎপরতার সাথে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করেন। এবং পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্পের সম্বন্ধে মানুষকে সচেতন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচীর ফলে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে যারপরনাই খুশি। এই বঙ্গধনী কর্মসূচীতে সেখানে উপস্থিত ছিলেন, তৃণমূল ছাত্র পরিষদের বাঘমুন্ডি ব্লক সভাপতি নীতিশ পরামানিক, সহ অন্যান্যরা।