রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির তীব্র নিন্দা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

indranil-sen

সঞ্জয় মুখোপাধ্যায়: গতকাল রাতে গায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে যে বোমাবাজির ঘটনা ঘটেছে সেই বিষয়ে তীব্র নিন্দা করেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি পুলিশকে জানিয়েছেন এই ঘটনার পুরোপুরি তদন্ত করতে। পাশাপাশি তিনি জানিয়েছেন এই ঘটনায় যারা দোষী কোর্ট যেন তাদের পুরোপুরি শাস্তি দেয়।

hakim

তবে এর পাশাপাশি তিনি জানিয়েছেন কোন একটি গ্রুপ পুরো পাড়াটিকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, অন্যদিকে তিনি এর সঙ্গে বিজেপিকে একহাত নিয়েছেন। তিনি জানিয়েছেন বিজেপি বাংলায় পাকিস্তানকে নিযে ধর্মান্ধতা সৃষ্টি করার চেষ্টা করেছে,  পাশাপাশি এবার বাংলাদেশ নিয়েও তাই করছে। কিন্তু কখনোই তা করা উচিত নয়। কারণ জয় বাংলা শুধুমাত্র বাংলাদেশের নয়, ভারতবর্ষেরেও। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ এবং ভারত দুই জায়গায়ই। এর মধ্যে বিভাজন সৃষ্টি করছে বিজেপি। পাশাপাশি তিনি জানিয়েছেন ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনা উচিত নয়। রাজনীতির মধ্যে রথযাত্রা বা ধর্ম কখনোই প্রভাব বিস্তার করতে পারে না। বিজেপি ডেভলপমেন্ট না করতে পেরে ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনছে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক ছিল এবং আগামী দিনেও থাকবে।

%d bloggers like this: