সীতার নামে কুরুচিকর মন্তব্য করায় মদন মিত্র’র বিরুদ্ধে থানায় অভিযোগ

18সোমনাথ রায়, পুরুলিয়া :  প্রকাশ্য জনসভায় সীতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির। পুরুলিয়ায় ঝালদা থানায় সীতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে হিন্দু ধর্মীয় ভাবাবেগকে আঘাত হানার প্রতিবাদে মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জেলা বিজেপি সাধারন সম্পাদক শঙ্কর মাহাতো । প্রসঙ্গত, “বিগত ২৫ জানিয়ারী পুরুলিয়ার কাশিপুরে তৃণমূলের আয়োজিত প্রকাশ্য জনসভায় রাম ও সীতাকে নিয়ে মন্তব্য করেন মদন মিত্র । তিনি বলেন, “আপনাদের বাবার ভাগ্য ভালো যে রামের বৌকে রাবণ নিয়ে পালিয়েছিল । রামের বৌ সীতাকে রাবন না নিয়ে পালালে যদি বিজেপি নিয়ে পালাত তাহলে হাতরস বানিয়ে দিত সীতাকে ধর্ষণ করে ।”

924078a1-160a-4b83-9c48-3c3e9e40cf76

%d