কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দাবী অবিলম্বে ত্রুটি পূর্ণ রেজাল্ট বার করতে হবে

15নিজস্ব সংবাদদাতা: আমরা ছাত্র, আমাদের দাবী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মানতেই হবে, আর এই দাবী আমাদের হাতে লেখা পোস্টারেই বলা আছে। হ্যাঁ, গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সংগঠনের পক্ষ থেকে উপাচার্যের কাছে নিজেদের দাবীগুলি তুলে ধরতে রীতিমত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। কিন্তু তাঁদের যে দাবী সেই সকল দাবী তাঁরা পোস্টারের মধ্যমে তুলে ধরেন ও স্লোগান দিতে থাকেন। কিন্তু তাঁরা যে স্লোগান দিচ্ছিলেন আর যে পোস্টার তাঁদের হাতে ছিল সেটা কিছুটা হলেও তাঁদের দাবীর বিষয়ে উল্টো পুরাণ হয়ে দেখা গেল এদিন। তাঁরা দাবী করছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল কলেজগুলিতে যে সকল সমস্যা রয়েছে সেগুলিকে দূর করতে হবে, এর সঙ্গে সঙ্গে তাঁদের দাবী ছিল অবিলম্বে ত্রুটি মুক্ত রেজাল্ট প্রকাশ করতে হবে। কিন্তু মুখে এই স্লোগান দিলেও তাঁদের হাতে থাকা পোস্টার কিন্তু বলছিল অন্য কথা, ছাত্রদের হাতের পোস্টারে লেখা ছিল অবিলম্বে ত্রুটি পূর্ণ রেজাল্ট বার করতে হবে। এখন প্রশ্ন ছাত্র-ছাত্রীর ঠিক কী চাইলেন এদিন ত্রুটি মুক্ত রেজাল্ট নাকি ত্রুটি পূর্ণ রেজাল্ট?

%d bloggers like this: