সীমান্তে ছিটমহল বাসীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে স্বাস্থ্য সাথী কার্ড

bcb447b4-a7bf-469d-b3c1-2302de6973a7

সৌমাভ মণ্ডল: বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকে বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস ও বসিরহাট ১নং পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধক্ষ‍্য শফিকুল দফাদারের উদ্যোগে ভারত-বাংলাদেশ সীমান্তের ছিটমহলের মানুষরা রাজ‍্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড পেলো। ভারতবর্ষে থেকেও নিজ ভূমিতে পরবাসী হয়ে থাকতে হয় এই মানুষদের। সীমান্তে দিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশের জন‍্য দিনে বেশ কয়েকবার সীমান্তরক্ষী বাহিনীর কাছে ভারতীয় পরিচয় পত্র জমা রেখে বের হতে হয়। জীবন-জীবিকা এমনকি ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্যেও একই ভাবে বেরোতে হয়। আবার বাড়ি ফেরার সময় সীমান্তরক্ষীর কাছ থেকে নথিপত্র ফেরত নিতে হয়। সব মিলিয়ে নিজ ভূমে পরবাসী অবস্থা। ঘোজাডাঙা সীমান্তের পাণিতর উত্তর ও দক্ষিণ পাড়ার প্রায় চার শতাধিক পরিবার আছে যাদের সদস্য সংখ্যা প্রায় দুই হাজারের কাছাকাছি। এদিন গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের প্রসন্নকাটি গ্রামে স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে রীতিমতো অভিভূত ছিটমহল বাসিন্দারা। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ায় তারা এই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

%d bloggers like this: