সঞ্জয় মুখোপাধ্যায়: সম্প্রতি রাজ্যের পুরুলিয়ার একটি সরকারী জুভেনাইল আবাসিক হোমের আবাসিকদের প্রতি যৌন হেনস্থা ও শারিরীক হেনস্থার বিষয়ে আজ পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগে আসেন রাজ্য বিজেপির সভানেত্রী অগ্নিমিত্রা পল। এদিন তিনি বলে এই রাজ্যের মহিলার একদমই সুরক্ষিত নয় তাই এই ধরনের ঘটনা ঘটেই চলেছে।
আরও পড়ুন: মিথ্যা বলতে বলতে ওনার (মুখ্যমন্ত্রীর) সত্য বলার অভ্যাসটাই চলে গেছে- দিলীপ ঘোষ