Site icon Sambad Pratikhan

মগরা লোকচেতনা আয়োজিত অষ্টম বার্ষিক লোক সংস্কৃতি উৎসব

Advertisements

নিজস্ব সংবাদদাতা: করোনার সকল বিধি মেনে বাগাটি বন্ধুমহল মাঠে মগরা লোকচেতনা আয়োজিত অষ্টম বার্ষিক লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হল। সকল রকম সরকারী বিধি নিষেধ মেনে এবারের উৎসবের শুভ সূচনা করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত লালন কবি অরুণ কুমার চক্রবর্তী।  হুগলী লোকশিল্পী সংস্হার কর্ণধার সান্ত্বনা চট্টোপাধ্যায়  জানালেন, ‘দেশের প্রাচীনতম প্রবহমান শিল্পকলা, সংস্কৃতিও কৃষ্টির সংরক্ষন এবং পুনরুজ্জীবনের লক্ষ্যে এই লোকসংস্কৃতি উৎসবের আয়োজন।

অনুষ্ঠানে  বাউলগান, আদিবাসী নৃত্য, লোকসংগীতে অংশ নেন আরতি রায়, সায়নী মল্লিক, জয়সুন্দর, সুশীল অধিকারী, আখর ব্যান্ড। উৎসবকে সাফল্যমণ্ডিত করতে পঞ্চায়েত উপ-প্রধান রঘুনাথ ভৌমিক, সদস্য সত্যজিৎ ঘোষ, মঙ্গলা মন্ডল উপস্হিত ছিলেন। প্রথা মতো জগন্নাথ দেবকে মঞ্চে উপবিষ্ট করেই এই উৎসব সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন:  দেশে সুপ্রিম কোর্ট আছে, তথ্যের ভিত্তিতেই সবকিছু প্রমাণ হয়-দিলীপ ঘোষ

আরও পড়ুন:  রিষড়ার সৌহার্দ্য কাপ-২০২০ ফুটবল প্রতিযোগিতা

Exit mobile version