Site icon Sambad Pratikhan

দোল উত্‍সবে রিষড়া বসন্ত বরণ পরিচালন সমিতি

Advertisements

নিজস্ব সংবাদদাতা: খোল দ্বার খোল লাগলো যে দোল…. কবিগুরুর অমোঘ  এই বাণীকে পাথেয় করে আমরা দোল পূর্ণিমা উপলক্ষে আপামর বঙ্গসমাজ মেতে উঠি রঙের উৎসব দোল উৎসবে। মনের সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে সকল ভেদাভেদকে দূরে সরিয়ে কবিগুরুর সূরে সুর মিলিয়ে আমাদের মনও রঙিন হয়ে ওঠে। হুগলি জেলার রিষড়ার পশ্চিমপাড়ের সংগঠন রিষড়া বসন্ত বরণ সমিতি বিগত কয়েক বছর ধরে রিষড়ার বুকে নজির সৃষ্টি করে চলেছে বসন্ত উৎসব পালনের মধ্যে। তিনদিনের এই উৎসবের প্রথমদিন জমে উঠেছিল রাস্তায় আল্পনা অঙ্কন প্রতিযোগিতায় স্থানীয় সকল জনগণের অংশগ্রহনে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দোল উত্‍সবের দিন বিকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রিষড়ার পশ্চিমপাড় পরিক্রমন করে মূল অনুষ্ঠানের মাঠে উপস্থিত হয়। এদিনের সান্ধ্য অনুষ্ঠান সাজিয়ে তোলা হয়েছিল নানা রঙের মনোমুগ্ধকর অনুষ্ঠানে।

অনুষ্ঠানের শুরুতে আয়োজক সংস্থার পক্ষ থেকে স্থানীয় বিশিষ্ট ও প্রখ্যাত মানুষদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক ও আসন্ন বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের প্রার্থী ডঃ সুদীপ্ত রায়। এই বছরের রিষড়া বসন্ত বরণ পরিচালন সমিতির পরিচালনায় দোল উত্‍সবের শেষ সন্ধ্যা সাজিয়ে তোলা হয়েছিল নৃত্যের অনুষ্ঠানে। এদিন সন্ধ্যায় রিষড়ার বিভিন্ন নৃত্য শিক্ষণ কেন্দ্রগুলির শিক্ষানবিশরা নৃত্যের বিভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান পরিবেশন করে স্বার্থক করে তলে এই বছরের দোল উত্‍সব। এছাড়াও ছিল বাংলার প্রাচীন এবং অনবদ্য এক সংস্কৃতি বাউল সংগীতের আসর। অনুষ্ঠানের দ্বিতীয় দিন অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের পরিচালক মণ্ডলী এবং অনুষ্ঠান পরিচালকের মধ্যে সমন্বয়ের অভাব বিশেষ করে লক্ষ্য করা গেছে।

Exit mobile version