রাজ্যপাল যা বলেন, তা তিনি করতে পারবেন না, এটা আপনার ভুলেও ভাববেন না – জগদীপ ধনকর

rajyopal-3

সঞ্জয় মুখোপাধ্যায়: গতকাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সস্ত্রীক দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরে এসে স্বামী নারায়ন মন্দির দর্শনের পর এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘গত ৩০শে জুলাই ২০১৯-এ আমি শপথ নিয়েছিলাম, সেইমতো সংবিধান রক্ষার্থে আমার যা পদক্ষেপ নেওয়ার তাতে কোনো কমতি হবে না।’ পাশাপাশি তিনি পুলিশ ও প্রশাসনিক কর্তাদের হুশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা ভুলেও ভাববেন না যে, রাজ্যপাল যা বলেন, তা তিনি করতে পারবেন না’।

আরও পড়ুন:    এই মূহুর্তে রাজনীতিতে বেশ কিছু উন্মাদের জণ্মলাভ হয়েছে-পার্থ চট্টোপাধ্যায়

আরও পড়ুন:  একদল তরতাজা যুবক যুবতীর স্বপ্নের ‘স্মাইলী’ প্রান্তিক শিশুদের পাশে

এই রাজ্যের আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন প্রসঙ্গে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের এক কথায় কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল। এর সঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সমাজ ও গণতন্ত্রকে বাঁচাতে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংবাদমাধ্যমের যেখানে প্রতিবাদ করার দরকার, সেখানে যদি সংবাদমাধ্যম নিশ্চুপ থাকে তাহলে তা আমায় ভীষণ যন্ত্রণা দেয়। বহুবার আপনাদের চুপ থাকার কারণে, আমি ভেতরে ভেতরে কেঁদেছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা গণতন্ত্রের স্বার্থে নির্ভীকভাবে কাজ করুন, তবেই আমাদের স্বপ্নের ভারত বাস্তবায়িত হবে।’

আরও পড়ুন:  সম্পুর্ন মহিলা রক্তদাতাদের নিয়ে রক্তদান শিবির জোকায়

gif advt

Untitled-2

%d