সঞ্জয় মুখোপাধ্যায়: জীবিকা ডেভলপমেন্ট সোসাইটি ও স্বয়ম সম্পূর্ণার যৌথ উদ্যোগে গতকাল ২৬মে ডিসেম্বর জোকার বিবেক ভিলায় আয়োজন করা হয়েছিল সম্পুর্ন মহিলা রক্তদাতাদের নিয়ে এক স্বেচ্ছা রক্তদান শিবির।
আরও পড়ুন: এই মূহুর্তে রাজনীতিতে বেশ কিছু উন্মাদের জণ্মলাভ হয়েছে-পার্থ চট্টোপাধ্যায়
শিবিরে প্রায় পাঁচ শতাধিক মহিলা রক্ত দান করেন। জীবিকা ডেভলপমেন্ট সোসাইটি ও স্বয়ম সম্পূর্ণা বিগত ২৬ বছর ধরে সমাজের পিছিয়ে পড়া মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে চলেছে, এই দুটি সংগঠন গত ২০১৬ সাল থেকে আরম্ভ করেছেন মহিলা রক্তদাতাদের নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির বলে জানালেন ডালিয়া রায়।
আরও পড়ুন: বড়দিনে শিশুদের উপহার করিমপুরে
আরও পড়ুন: আমরাই ভারতের সকল মহাপুরুষদের যোগ্য সম্মান দিয়েছি- দিলীপ ঘোষ