নিজস্ব সংবাদদাতা: গতকাল এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপালকে কটাক্ষ করে বলেন, ওনার উচিত অবিলম্বে বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি জানানো এই রাজ্যের বিজেপি’র সভাপতির পদ থেকে দিলীপ বাবুকে সরিয়ে ওনাকে সেই স্থলে অভিষিক্ত করতে। পার্থ বাবু আরও বলেন উনি অত বড় বাড়ি ব্যবহার করবেন আবার বিরোধী দলের মত কথাও বলবেন দুটো কি একসঙ্গে হয়?
আরও পড়ুন: বড়দিনে শিশুদের উপহার করিমপুরে
বিজেপি’র অন্য দু-চার জন নেতা যেভাবে কাজ করছে, রোজ চিত্কার করছে, কুত্সা করছে, অসত্য বলছে, তাদের মত ওনার উচিত নিজের পদ ছেড়ে রাস্তায় নেমে পড়া, আসলে উনি দেখতে চাইছেন উনি ওইসব নেতাদের থেকেও বেশি বিরোধিতা করতে পারেন, এর মাধ্যমে উনি ভারতীয় সংবিধানের রাজ্যপালের পদটিকেই কালিমালিপ্ত করছেন বলেও পার্থ বাবু কটাক্ষ করেন।
আরও পড়ুন: আমরাই ভারতের সকল মহাপুরুষদের যোগ্য সম্মান দিয়েছি- দিলীপ ঘোষ
পার্থ বাবু বিজেপি’র সম্পর্কে বলতে গিয়ে বলেন এমন একটা দল যারা রবীন্দ্রনাথের জন্মস্থান জানেন না, জাতীয় সঙ্গীত তুলে দেওয়ার কথা বলে, তারাই আবার রবীন্দ্রনাথের ভাবধারায় বেঁচে থাকার চেষ্টা করছে, আসলে এই মূহুর্তে রাজনীতিতে এল শ্রেণীর উন্মাদের জন্ম হয়েছে বলে পার্থ বাবু জানান।