Site icon Sambad Pratikhan

বৈদ্যবাটিতে মুকুল

Advertisements

শুভজিত্‍ দে:  এই রাজ্যের সরকার রাজ্যের মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি করে চলেছে বলে অভিযোগ করেন বিজেপির জাতীয় সহ সভাপতি মুকুল রায়। গতকাল  হুগলির বৈদ্যবাটিতে এক জনসভায় এসে মুকুল রায় বলেন সিঙ্গুর আন্দোলনে আমারও রক্তের বিনিময়ে যে আন্দোলন করেছিলাম সেই কারণেই এই সরকার ক্ষমতায় এসে ছিল। সিঙ্গুর আন্দোলন জীবনের একটা ভুল সিদ্ধান্ত ছিল বলেও মুকুল রায় বলেন।

আরও পড়ুন:   আমরাই ভারতের সকল মহাপুরুষদের যোগ্য সম্মান দিয়েছি- দিলীপ ঘোষ

পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কটাক্ষ করে তিনি বলেন সিঙ্গুরের জমিতে শিল্প স্থাপন কোন দিন করতে পারবেন না। সুতরাং শিল্প নিয়ে মাথা ঘামানো ওনার সাজে না। আগামী ২০২১এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ৫০টি আসন পাবে না বলে এবং বিজেপিই যে এই রাজ্যে আগামীতে রাজ্যের মসনদে বসতে চলেছে সেই বিষয়ে জোর দিয়ে মুকুল রায় বলেন এই রাজ্যে ক্ষমতায় এসে আমরাই একমাত্র আবার এই বাংলায় শিল্প ফিরিয়ে আনতে পারবো।

আরও পড়ুন:  করোনার রক্তচক্ষুকে উপেক্ষা করে বাঙালি মেতে উঠল বড়দিনে

Exit mobile version