Site icon Sambad Pratikhan

আমরাই ভারতের সকল মহাপুরুষদের যোগ্য সম্মান দিয়েছি- দিলীপ ঘোষ

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়: এতদিন রবীন্দ্রনাথকে নিয়ে ব্যবসা করছিলেন তাদের মনে হচ্ছে রবীন্দ্রনাথকে কেউ ছিনিয়ে নিচ্ছে, এতদিনতো রবীন্দ্রনাথের গান রাস্তার সিগনালে ব্যাবহার হচ্ছিল এখন তাহলে কেন বন্ধ করে দেওয়া হলো,  তৃণমূলের টেন্ডেন্সিই হলো ব্যবহার করব পরে ছেড়ে দেবো। তাই এতদিন রবীন্দ্রনাথকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে।গতকাল বেহালায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এই কথা গুলি বলে রীতিমত কটাক্ষ করেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে।

আরও পড়ুন: সঞ্চিত অর্থে শীতের রাতে ভবঘুরেদের বড়দিনের উপহার ছাত্রদের

দিলীপ বাবু আরও বলেন একমাত্র আমরাই অর্থাত্‍ ভারতীয় জনতা পার্টিই ভারতের সকল মহাপুরুষদের যোগ্য সম্মান দিয়েছি। আর এই রাজ্যের প্রধান তো সরকারী অনুষ্ঠানকে ওনার পারিবারিক অনুষ্ঠানে পরিণত করে ফেলেছেন বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। ছাত্রদের ট্যাব দেওয়া নিয়ে দিলীপ বাবু বলেন, দিদিমনি যখন দেখলেন ১০০০০ টাকায় ট্যাব পাওয়া যাচ্ছে না, তখনিই তিনি সকল ছাত্রদের ১০০০০ টাকা নগর দেবার কথা ঘোষণা করলেন আসলে সব কাটমনি। দিলীপবাবু আরও বলেন সিঙ্গুরের উর্বর জমিতে এখন শুধু জঙ্গল এর জন্য দায়ী মমতা ব্যানার্জি।

Exit mobile version