সঞ্চিত অর্থে শীতের রাতে ভবঘুরেদের বড়দিনের উপহার ছাত্রদের

basirhat

সৌমাভ মণ্ডল: যখন রাজ্যের মানুষ শীতের রাতে ঘুমিয়ে পড়েছে। তখন একদল ছাত্র বসিরহাট শহর দাপিয়ে বেড়ালো। বড়দিনের উপহার দিতে বসিরহাট স্টেশন, টাকি রোড, ইটিন্ডা রোড, নৈহাটি এলাকার পাশাপাশি বসিরহাট শহর জুড়ে ভবঘুরে ও পথশিশুদের কাছে সান্তা ক্লজের অবতারে অভিষেক, শান্তনু, রাজারা। ঠিক যখন ঘড়ি কাটা রাত বারোটা তখনই সান্তাক্লজের টুপি ও বড়দিনের কেক সঙ্গে শীতবস্ত্র উপহার দেওয়া হলো।

আরও পড়ুন: বড়দিনে বিশেষ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পার্ক স্ট্রিট

আরও পড়ুন: জাতীয় উপভোক্তা দিবস পালন

ছাত্র নেতা অভিষেক মজুমদারের উদ‌্যোগে সঞ্চিত অর্থে সবাইকে উপহার দেওয়া হয়। বিশেষ করে যারা শীতের রাতে খোলা আকাশের নিচে থাকে; কারুর বাড়ির উঠোনে ও বাস স্টপেজ এমনকি রেল স্টেশনের সিড়িতে ঘুমায় তাদেরকে বড়দিনের উপহার দেওয়া হলো। সারা বছর যাদেরকে রাস্তায় দেখা যায় সেই অনাথ, ভবঘুরে ও পথশিশু তাদেরকেই উপহার দিতে পেরে এই ছাত্ররা রীতিমতো খুশি।

আরও পড়ুন: শহরে পাখি মেলা

আরও পড়ুন:  এই রাজ্যে প্রতি বেলায় মহিলারা ধর্ষিতা হচ্ছে- অগ্নিমিত্রা পল

%d