বড়দিনে বিশেষ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পার্ক স্ট্রিট

borodin-2

নিজস্ব সংবাদদাতা: বড়দিন উপলক্ষে কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট ও তত্‍সংলগ্ন এলাকার নিরাপত্তায় তৈরি থাকছেন কলকাতা পুলিশের ১২০০ কর্মী, নজর রাখা হবে ১০টি ওয়াচ টাওয়ার থেকে। সূত্রেরখবর,  এই বছর করোনা পরিস্থিতিতে পার্ক স্ট্রিটের রাস্তায় কোনও খাবারের দোকানে বসবে না তাই পুলিশের বিশেষ নজর থাকছে রাস্তার উপর।

আরও পড়ুন: রিষড়ায় দুয়ারে সরকার কর্মসূচিতে ৬৪ শতাংশ মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছেন

এছাড়াও রেস্তোরাঁ ও পানশালাগুলির ভিতর যাতে করোনা বিধি কড়াভাবে মানা হয়, পুলিশের পক্ষ থেকে তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। ক্রিসমাস ইভ থেকেই পুরো পার্ক স্ট্রিট অঞ্চলকে পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ডিসি পদমর্যাদার পুলিশকর্তা। থাকছেন একজন যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার।

আরও পড়ুন: এই রাজ্যে প্রতি বেলায় মহিলারা ধর্ষিতা হচ্ছে- অগ্নিমিত্রা পল

%d bloggers like this: