Site icon Sambad Pratikhan

রিষড়ায় দুয়ারে সরকার কর্মসূচিতে ৬৪ শতাংশ মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছেন

Advertisements

নিজস্ব সংবাদদাতা: দুয়ারে সরকার, পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে উপকৃত হচ্ছেন রাজ্যের আপামর জনসাধারন। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রকল্পের অন্যতম কর্মসূচী হিসাবে ডিসেম্বর ও জানুয়ারী মাস ধরে চলবে শিবির। যে শিবিরে সবথেকে বেশি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম নথিভুক্ত করানোর।

আরও পড়ুন: এই রাজ্যে প্রতি বেলায় মহিলারা ধর্ষিতা হচ্ছে- অগ্নিমিত্রা পল

এই রাজ্যের অন্যতম এক জেলা হুগলি, আর হুগলি জেলার মিনি ভারত হিসাবে খ্যাত রিষড়াও পিছিয়ে নেই রাজ্য সরকারের এই প্রকল্পের সুফল এলাকার সকল জনগণকে কাছে পৌঁছে দিতে। স্থানীয় এলাকার জনগণকে  উত্‍সাহী হয়ে পশ্চিমবঙ্গ সরকারের এই দুয়ারে সরকার কর্মসূচীতে অংশ নিয়ে নিজেদের প্রয়োজনীয়ও সকল কাজগুলি করিয়ে নিতে দেখা যাচ্ছে।রিষড়া পৌরসভার অন্তর্গত এলাকার সকল অধিবাসীদের মধ্যে ইতিমধ্যেই প্রায় ৬৪ শতাংশ অধিবাসী রাজ্য সরকারের এই কর্মসূচীতে নিজেদের নাম নথিভুক্ত করে ফেলেছেন বলে জানালেন রিষড়া পৌরসভার নোডাল অফিসার অসিতাভ গাঙ্গুলী।

আরও পড়ুন: বিজেপিতে যাঁরা দলের ডিসিপ্লিন মানবেননা তাঁদের শোকজ করা হবে-দিলীপ ঘোষ

আরও পড়ুন:  শুরু হল নোয়াপাড়া থেকে দক্ষিনেশ্বর মেট্রোর পরীক্ষামূলক পরিষেবা

Exit mobile version