নিজস্ব সংবাদদাতা, সংবাদ প্রতিখন: বঙ্গীয় গ্রন্হাগার পরিষদ হুগলি জেলা শাখা আজ চুচু্ঁড়া ঘড়ির মোড়ে অবস্হান ও ডেপুটেশনে সামিল হলো। জেলার গ্রন্হাগার আন্দোলনে যুক্ত মানুষরা একত্রে জমায়েত হয়ে ৫ দফা দাবী নিয়ে অবস্হানের মধ্য দিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন এদিন। করোনার এই আনলক প্রক্রিয়া চলাকালীন গ্রন্হাগারগুলিকে নিয়মিত খোলা, শূণ্যপদে পূর্ন সময়ের কর্মী নিয়োগ, অবসরপ্রাপ্ত কর্মীদের রোপার অর্থ প্রদান প্রভৃতি দাবী নিয়েই তাঁদের আন্দোলন ও আজকের এই অবস্থান বলে জানালেন সংগঠনের কর্মীরা। হুগলি জেলায় ১৫৮ টি সরকার গ্রন্হাগারগুলির মধ্যে ৭১ টি গ্রন্হাগার কর্মীর অভাবে বন্ধ। কর্মীসংখ্যা মাত্র ৭৪ জন। এজন্য কর্মী নিয়োগও একান্ত প্রয়োজন বলে জানান সংগঠনের সদস্যরা। আজ এই সংগঠনের পক্ষে চারজনের এক প্রতিনিধি দল হুগলির জেলাশাসক এবং জেলা গ্রন্হাগার আধিকারিকের কাছে এও সকল দাবী সম্বলিত ডেপুটেশন জমা দেন।