নিজস্ব সংবাদদাতা, সংবাদ প্রতিখন: বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প নানান অনুষ্ঠাণের আয়োজন করে ।সরকারী নিয়মবিধি মেনে শুরুতেই এন এস এস এর পতাকা উত্তোলন করেন অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়। জগদীশ চন্দ্রের ছবিতে মাল্যদান করেন বিজ্ঞান বিভাগের ল্যাব এ্যাসিটেন্ট অতিশ দত্ত, কর্মী শিবু দত্ত ও স্বেচ্ছাসেবকরা।
সঙ্গীত পরিবেশন করেন ছাত্ররা। এরপর হাসিমপুর গ্রামে কুড়িটি পরিবারে বৃক্ষরোপন করে উদ্ভিদ বিজ্ঞাণীকে স্মরণ করা হয়। কলেজ ক্যাম্পাসে বসানো হয় ফুলের চারা। এককথায় বৃক্ষ রোপনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় উদ্ভিদ বিজ্ঞানীকে। এপ্রসঙ্গে জাতীয় সেবা প্রকল্পের ভারপ্রাপ্ত অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়।