সঞ্জয় মুখোপাধ্যায়, সংবাদ প্রতিখন: তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই রাজ্যে শেষ ১০ বছরে মহিলাদের ওপর অত্যাচার ১০০ গুণ বেড়ে গেছে। আজ যে জেলাতেই যাওয়া যাক না কেন সেখানেই দেখা যাবে মহিলাদের ওপর অত্যাচার সব কিছুর শীর্ষে। এই রাজ্যে তৃণমূলের সমর্থক হলে অথবা তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রী হলে ধর্ষণ কেসে তাঁদের নাম চার্জসিটে দেওয়া হচ্ছে না। মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন কেন, কি কারণে এদেরকে আড়াল করছেন? রাজ্য বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল সম্প্রতি এই ভাবেই আক্রমণ করলেন রাজ্যের শাসকদল শাসকদলের সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। অগ্নিমিত্রা পল অভিযোগ করেন, ‘আজকের বাংলার মহিলাদের ওপর যে রকম অত্যাচার হচ্ছে, তাঁদের ঘরে ঢুকে গুলি করে দিচ্ছে, এছাড়াও ধর্ষণ, শ্লীলতাহানি আকছার বেড়েই চলেছে কিন্তু তার কোনও শাস্তিই নেই এই রাজ্যে। আজ এই রাজ্যের পুলিশ, প্রশাসন এফআইআর নিচ্ছে না, জিডি করছে না, তারা প্রতিটি পদক্ষেপের জন্য নবান্নের দিকে তাকিয়ে, তৃণমূল ভবনের দিকে তাকিয়ে রয়েছে ধরবে কি ধরবে না।‘ শ্রীমতি পল বলেন, ‘আজ এই রাজ্যে পুলিশ প্রশাসনের কাজ করার ক্ষমতাকে পুরোপুরিই খর্ব করে দেওয়া হয়েছে। তিনি বলেন আমরা কোনদিন শুনিনি প্লাস্টিক কারখানর মধ্যে বিস্ফোরণের কথা অথচ আজ এই রাজ্যে সেটাই শুনতে হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই সকলবিষয়ে কোনও কড়া পদক্ষেপ নিচ্ছেন না।‘ অগ্নিমিত্রা দাবি করেন এই রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করেছেন এবার তিনি বাঙালি, বিহারী ইউপি, ম্যাদ্রাসি সবাইকে বিভাজিত করতে চাইছেন। আর সেটা যে তার দল বিজেপি করতে দেবে না তাও দৃঢ় প্রত্যয় নিয়ে বলেন অগ্নিমিত্রা। অগ্নিমিত্রা আরও বলেন তাঁর মহিলা মোর্চা এই রাজ্যের সকল নিপীড়িত, অত্যাচারিত, নির্যাতিতা মহিলাদের পাশে সকল রকম সহায়তা দিতে প্রস্তুত, সেই নির্যাতিতা মহিলা যে কোনও রাজনৈতিক দলের সমর্থকই হোক না কেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ই হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করেছেন- অগ্নিমিত্রা পল
One thought on “মমতা বন্দ্যোপাধ্যায়ই হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করেছেন- অগ্নিমিত্রা পল”
Comments are closed.
Smt. Agnimitra Paul is absolutely right . We cannot deny the fact that TMC has crossed all the limits and women are not at all safe here in WB .