খোদ কলকাতার বাজারেই মাস্ক ছাড়াই বিক্রেতারা, ক্যামেরা দেখে ক্যামেরা লক্ষ্য করে জল ছুঁড়তে লাগলেন কয়েকজন

maniktola-bvazar

সুস্মিতা মুখার্জী, সংবাদ প্রতিখন: কলকাতায় সব থেকে বড় বাজার মানিকতলা বাজারে বেশিরভাগ ব্যবসায়ীই মাস্ক ছাড়া,  তাদের প্রশ্ন করা হলে তারা জানাচ্ছেন দীর্ঘক্ষণ বসে বসে কাজ করতে হলে মাস্ক পড়তে তাদের অসুবিধা হচ্ছে। তাই তারা মাস্ক পরছেন না। ক্যামেরা দেখে কয়েকজন আবার ক্যামেরা লক্ষ্য করে জল ছুঁড়তে লাগলেন। কিন্তু স্বাস্থ্য দপ্তর বা প্রশাসনের তরফ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে প্রত্যেককে মাস্ক পড়ার জন্য, নিজের এবং অন্যের সুরক্ষার জন্য। শুধু বিক্রেতারা নন, একই দোষে দুষ্ট ক্রেতারাও। তাঁরাও প্রশাসনের কাউকে দেখলে তবেই পকেট থেকে মাস্ক বা রুমাল বার করে নিজের মুখ নাক ঢাকছেন। বারবার সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করার পরেও বেশ কিছু মানুষ এখনো পর্যন্ত সর্তকতা অবলম্বন করছেন না। এমনকি প্রকাশ্যে থুতু পর্যন্ত ফেলছেন। যদিও ইতিমূধ্যে দিল্লি, পাঞ্জাব ইত্যাদি রাজ্যে মাস্ক ব্যবহার না করলে জরিমানার হার সর্বাধিক ২০০০ টাকা কড়া হয়েছে। আমাদের রাজ্যেও এই ধরনের কড়া পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলে মনে করছেন অনেকেই।

%d bloggers like this: