নিজস্ব সংবাদদাতা, সংবাদ প্রতিখন: পদত্যাগ করলেন রাজ্যের অন্যতম হেভীওয়েট নেতা ও রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ তিনি তাঁর পদত্যাগ পত্র রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। মন্ত্রীত্ব ছাড়ার সঙ্গে সঙ্গে তিনি সকল রকম সরকারী নিরাপত্তা ছেড়ে দিলেন বলে সংবাদে প্রকাশ। এছাড়াও তিনি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে তাঁর ইস্তফা পত্র পাঠিয়ে দেন। উলেক্ষ্য গতকালই শুভেন্দুবাবু হুগলি রিভার ব্রীজ কমিশনের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আর এই সব কিছুর পরেই রাজ্যের রাজনৈতিক মহল মনে করছে তৃণমূল কংগ্রেসের এই দাপুটে নেতার শাসক শিবির ছাড়ার প্রক্রিয়া শুরু হলো।
বিশ্বস্ত সূত্রের খবরে প্রকাশ আজ বিকালে শুভেন্দুবাবু আর এস এস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে চলেছেন। তবে একটা বিষয় এখনও স্পষ্ট নয় যে মেদিনীপুরের এই দাপুটে তৃণমূল নেতা আগামী দিনবে কী তাঁর দলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে অন্য দলে যোগ দিতে চলেছেন না তিনি নিজেই আরও একটি রাজনৈতিক দলের জন্ম দিতে চলেছেন সেইদিকেই তাকিয়ে গোটা রাজ্য তথা দেশে রাজনৈতিক মহল।