এই রাজ্যে উত্তরপ্রদেশের মত এনকাউন্টার সংস্কৃতি চালু নেই- ফিরহাদ হাকিম

ssssssssssssssssssssসঞ্জয় মুখোপাধ্যায়, সংবাদ প্রতিখন: বিভাজনের রাজনীতিতেতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না, এই ধরনের রাজনীতি করে বিজেপি। এই বাংলা রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, শরত্‍চন্দ্রের, এখানকার কৃষ্টি, সংস্কৃতি অন্য। এখানে আইনের শাসন বিরাজ করছে, এই রাজ্যে উত্তরপ্রদেশের মত এনকাউন্টার সংস্কৃতি চালু নেই। তিনি বলেন বিজেপি শাসিত রাজ্যে যে ধরনের রাজনীতি চলে এই রাজ্যে তা কখনোই চলতে দেওয়া যাবে না। আজ এই কথা বলেন রাজ্যের পুর ও নগরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন প্রশাসন ও রাজনীতি এক নয়। এর সঙ্গে তিনি জানিয়েছেন করোনার ভ্যাক্সিন এর জন্য প্রয়োজনে তিনি নিজে প্রস্তুত তাঁর ওপর এই ভ্যাক্সিনের পরীক্ষা চালাতে, তিনি বলেন এটা হলে আমার জীবনের সব থেকে বড় সৌভাগ্যের বিষয় হবে, সাধারণ মানুষের জন্য সামান্য কিছু করতে পারলে। পাশাপাশি তিনি বলেন বিজেপির কাজই হল কেন্দ্রীয় সরকারী সংস্থাগুলিকে নিজেদের কুক্ষিগত করে নিজেদের স্বার্থে ব্যবহার করা।

output_9W9bpBgif advtUntitled-3Untitled-1Untitled-2

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading