সঞ্জয় মুখোপাধ্যায়, সংবাদ প্রতিখন: গতকাল ছিল জগদ্ধাত্রী পূজার নবমী । শাস্ত্রমতে মহানবমীর দিন তিন প্রহরে মহাসমারোহে অনুষ্ঠিত হয় জগদ্ধাত্রী পুজো। এবছর যেহেতু করোনা আবহে পুজো হচ্ছে, তাই সমস্ত রকম নিয়ম বিধি মেনেই নারকেল ডাঙ্গায় তৃণমূল বিধায়ক পরেশ পালের জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হচ্ছে।
উলেক্ষ্য পুজোর সকল সেবাইতরা মাস্ক পড়ে এবং নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রাঙ্গণে উপস্থিত হন, এবং পুজো মণ্ডপের মধ্যে দর্শনার্থীদের প্রবেশ করার অনুমতি ছিল না। দোলা সেন সহ রাজনৈতিক নেতা-নেত্রীদের উপস্থিতি ছিল বিশেষ লক্ষণীয়।