কালী পুজোর ভাষাণকে কেন্দ্র করে পুলিশের সাথে বচসায় জড়িয়ে গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদের নেতা

ppppp101প্রবীর বোস, সংবাদ প্রতিখন: গতকাল রাতে উত্তরপাড়ার দোলতলা গঙ্গার ঘাটে পুলিশের সাথে বচসায় জড়িয়ে গ্রেফতার হলেন উত্তরপাড়ার তৃণমূল ছাত্র পরিষদের নেতা অনাদি রায়। গতকাল রাত ১০ টার সময় হাই কোর্টের নির্দেশ অমান্য করে রীতিমত বাজনা বাজিয়ে কালীঠাকুর বিসর্জন দিতে আসে উত্তরপাড়ার একটি ক্লাব। পুলিশ গিয়ে বাজনা বাজানো বন্ধ করে দেয়, এরপর তৃণমূল ছাত্র পরিষদ নেতা অনাদি রায় মেজাজ হারিয়ে পুলিশ আধাকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে, ও উত্তরপাড়া থানার সামনে রাস্তায় বসে রাস্তা অবরোধ করার চেষ্টা করলে তাকে গ্রেফতার করে পুলিশ।

%d bloggers like this: