‘বিধানসভার স্পীকার এর ঘরে যাবার অর্থ কী পদত্যাগ করা নয়’- বেচারাম মান্না

1234556প্রবীর বোস:  বিধানসভার স্পীকার এর ঘরে যাবার অর্থ কী পদত্যাগ করা? গতকাল এক সাংবাদিক সম্মেলনে হরিপালের বিধায়ক বেচারাম মান্না এই প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন তাঁর এবং সিঙ্গুরের বিধায়ক মাষ্টারমহাশয় রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যের মধ্যে আদপে কোনও বিরোধ নেই। এমনকি আজ অবধি কোনও থানায় একে অপরের নামে কোনও জিডি পর্যন্ত নেই। বেচারাম মান্না বলেন তাঁর বিয়ের ঘটকও ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য।  তিনি বলেন আসলে তৃণমূল কংগ্রেস বিরোধী কিছু দল ও দল বিরোধী কিছু মানুষ এই ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আর সিঙ্গুরের প্রসঙ্গ এলেই আমাদের দুজনের মধ্যে বিরোধ বা গোষ্ঠীদ্বন্দের কঠ তুলে ধরে কিছু সংবাদ মাধ্যম। রবীনবাবু আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই যে ভাবে সিঙ্গুরের জন্য পরিশ্রম করেন। আমিও একই ভাবে পরিশ্রম করি। আগামী বিধানসভা নির্বাচনে সিঙ্গুর  বিধানসভয় চল্লিশ হাজারের বেশি ভোটে আমাদের তৃণমূল প্রার্থীকে আমরা জয়যূক্ত করবো। এছাড়াও তিনি আরো বলেন সিঙ্গুর আন্দোলনে যে ভাবে মমতা ব্যানার্জি ছিলেন, সেই ভাবে আজও তিনি আমাদের সঙ্গে আছেন।

output_9W9bpBgif advtUntitled-2Untitled-1Untitled-3

%d