কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মিনাখাঁয় তৃণমূলের জনসভায় জনজোয়ার

basirসৌমাভ মণ্ডল: বসিরহাট মহকুমার মিনাখাঁর সোনাপকুর-শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণচকের নেতাজী সংঘ ময়দানে হাড়োয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ‍্যোগে বিশাল জনসভা‌র সাক্ষী থাকল এলাকাবাসী। সামনেই রাজ‍্যব‍্যাপী ২০২১ সালে বিধানসভা নির্বাচন, সেই লক্ষ্যে কেন্দ্রের বিরুদ্ধে সপ্তমে সুর চড়াল রাজ‍্যের শাসকদলের নেতা-কর্মীরা। এই জনসভা থেকে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থেকে শুরু করে দ্রব‍্যমূল‍্য বৃদ্ধি সব বিষয়ে প্রতিবাদ জানানো হয়। এছাড়াও কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ‍্যে ভোটবাক্স বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন জায়গায় মধ‍্যাহ্ণভোজন নিয়েও কটাক্ষ ছুড়ে দিলেন এই সভা থেকে। এই জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মিনাখাঁ ব্লক সভাপতি আয়ুব গাজী, মিনাখাঁ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ‍্যক্ষ‍ উজ্জ্বল মাইতি, মিনাখাঁর বিধায়িকা উষারাণি মন্ডল, তৃণমূল কংগ্রেসের উত্ত‍র ২৪ পরগণা জেলা কো-অর্ডিনেটর তথা হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি গোপেশচন্দ্র পাত্র সহ একাধিক তৃণমূল নেতৃত্ব সহ কর্মীরা।

Untitled-2gif advtUntitled-1Untitled-3output_9W9bpB

%d bloggers like this: