চন্দননগর পুলিশ কমিশনারেটের মানবিক মুখ

123705872_1313309082346399_নিজস্ব সংবাদদাতা: আমাদের সমাজের প্রকৃত সমাজবন্ধু বলতে আমরা যাঁদের বুঝি তাঁদের মধ্যে অন্যতম হল আমাদের এই সমাজ ও সামগ্রিক সকল বিষয়ের শান্তি-শৃংখলা বজায় রাখতে যাঁরা বদ্ধপরিকর, এককথায় যাঁরা আমাদের দেশের আইনের রক্ষক, সেই পুলিশ যাঁদের আমরা উঠতে বসতে নানা অছিলায় সকল দোষের দোষী হিসাবে খাড়া করতে সদা তত্‍পর, সেই আমরা কি কখনো ভেবেছি আমাদের এই সকল পুলিশ বন্ধুরা তাঁরাও এই সমাজের অন্যতম প্রধান এক স্তম্ভ ও আমাদের সকলের কাছের মানুষ। আসলে আমাদের সঙ্কীর্ণমন এটা ভাবতে আমাদের কিছুটা হলেও বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের এই সমাজের অন্যতম সমাজবন্ধু পুলিশ বন্ধুরও যে আমাদেরই পরিবারের এক একজন সেটা যদি আমরা ভাবি তাহলে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয় না। আমাদের সমাজের এই সমাজবন্ধুরা আবারও প্রমাণ করলেন তাঁরাও আমাদের পাশে আমাদের সকলের জন্যই নিবেদিত প্রাণ। 123439030_1313307965679844_গতকাল ৩ নভেম্বর ২০২০, হুগলি জেলার চন্দননগর পুলিশ কমিশনারেট সমাজের জন্য এমনই এক অনন্য নজির রাখলেন প্লাজমা দান করে। যে সকল পুলিশ বন্ধুরা কোভিড-১৯ এ সুস্থ হয়ে উঠেছেন, তাঁরা এদিন নিজেদের প্লাজমা দান করলেন করোনা আক্রান্ত রোগীদের চিকিত্‍সার জন্য। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষে পুলিশ কমিশনার ডঃ হুমায়ুন কবীর ফিতে কেটে উদ্বোধন করেন এই প্লাজমা দান কেন্দ্রের। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি (হেড কোয়ার্টার্স) সুব্রত গঙ্গোপাধ্যায়।

output_9W9bpBgif advtUntitled-1Untitled-3Untitled-2

%d bloggers like this: