ভদ্রেশ্বর পুরসভার প্রাক্তন উপপ্রধান এক যুবকের হাতে মার খেয়ে আহত

Untitled-1প্রবীর বোস: পারিবারিক বিবাদ মেটানোকে কেন্দ্র করে পাড়ার যুবকের সঙ্গে ভদ্রেশ্বর পুরসভার প্রাক্তন উপপ্রধান প্রকাশ গোস্বামী এক যুবকের হাতে মার খেয়ে আহত। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গালে ও দুটি হাতে আঘাত লেগেছে বলে এদিন জানান প্রাক্তন উপপ্রধান প্রকাশ গোস্বামী। পুলিশের সূত্রে জানা গিয়েছে তেলেনিপাড়ার বাসিন্দা রমেশ মাঝি ওরফে  সিপাই পারিবারিক সমস্যা মেটানোকে কেন্দ্র করে রমেশ প্রাক্তন উপপ্রধান কে ধারালো কিছু দিয়ে মারায় তার গালে ও দুই হাতে আঘাতে আহত হন। এরপর তাকে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক যুবক রমেশ(সিপাই)কে বুধবার সকালে চন্দননগর আদালতে তোলা হলে বিচারক তাকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় ভদ্রেশ্বর পুরসভার এলাকায় বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দারা জানান প্রাক্তন পুরপ্রধান মনোজ উপাধ্যায় মৃত্যুর ঘটনার পর আবারও ভদ্রেশ্বর পুরসভার প্রাক্তন উপপ্রধান কে মারধরের ঘটনায় চিন্তিত এলাকার মানুষের।

output_tnpHoYoutput_9W9bpBgif advtUntitled-2Untitled-1Untitled-3advt-3advt-1

%d