গোবরায় হনুমানের মূর্তি ভাঙলো দুষ্কৃতীরা

prabir-hanumanপ্রবীর বোস: হুগলির ডানকুনি থানার অন্তগত গোবরা রেল স্টেশনের পাশেই একটি হনুমান মন্দিরে ও হনুমানের মূর্তি স্থাপন করা হয়েছিল এক বছর আগে। সেই মন্দির ও হনুমানের মূর্তিটিকে ভেঙে ফেলে দেয় দুষ্কৃতকারীরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে ঐ এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত ডানকুনি থানার পুলিশ।

%d bloggers like this: