জয়শ্রী সাধুখাঁ: রিক্সাওয়ালা চলল মেলবোর্ন ও মাদ্রিদে, কথাটা শুনলে একটু হলেও কী অবাক হচ্ছেন না আপনারা? আর অবাক হওয়াটা স্বাভাবিকই। তবে যে রিক্সাওয়ালা মেলবোর্ন ও মাদ্রিদে যাচ্ছেন তিনি সেলুলয়েডের। বাঙালি পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের সিনেমা ‘রিক্সাওয়ালা’ মনোনীত হয়েছে মাদ্রিদ এবং মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালে। বিশ্বের চলচ্চিত্র উত্সবগুলির মধ্যে মেলবোর্ন আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যালকে বিশ্বব্যাপী একটি সম্মানীয় ফেস্টিভ্যাল বলে গণ্য করা হয়।
উল্লেক্ষ্য এই সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন ভোজপুরি অভিনেতা অবিনাশ দ্বিবেদী এবং অভিনেত্রী সঙ্গীতা সিনহা। এই সিনেমাটি অযোধ্যায় অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘বেস্ট অ্যাক্টর’ এবং ‘বেস্ট ডিরেক্টর’ পুরস্কারে পুরস্কৃত হয়েছে। চলচ্চিত্র উৎসবের কিউরেটর উমা দা কুনহা জানান এই বছর আগামী ২৩ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে চলেছে বর্ণময় এই চলচ্চিত্র উত্সব।