শ্যামল সিংহ: চুচু্ঁড়া ময়নাডাঙ্গার সুরজ চ্যাটার্জীর ছোটবেলা থেকেই বই এর প্রতি একটা আলাদা আকর্ষণ। পুজো আসছে, বাড়ীর বড়রা তাকে পুজোর নতুন জামা দিতে চাইলে সে বেঁকে বসলো। তার ইচ্ছা তার আত্মীয়ের কাছে বই নেওয়া। যেমন কথা তেমন কাজ। যেখানে এখন ই-বইএর চলন হয়েছে, মানুষ এখন বই এর দিক থেকে নজর ফিরিয়ে নিচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে বইকে নিকট আত্মীয় করে নেওয়া নতুন পথের দিক খুঁজে দিতে চলেছে।
আমরা জানি, মানুষের শিক্ষা ও সংস্কৃতির উৎকৃষ্ট নিদর্শন এই বই।বই এর গ্রহণযোগ্যতা যে বাড়ছে আবার প্রমাণ করলো ছোট্ট ছাত্র সূরজ। পুজোয় বই পেয়ে রীতিমতো খুশী সুরজ। আর বই উপহার দিয়ে কাবেরী চট্টোপাধ্যায় আমাদের বই সম্পর্কে আশার আলোই দেখালেন।