আর এম সির অর্থানুকুল্যে হাই মাক্স আলো বৈদ্যবাটিতে

highmastপ্রবীর বোস: আর কয়েক মাস পরেই বিধানসভার নির্বাচন। তাই বিধায়ক তথা রাজ্যের কৃষিজ বিপণন বিভাগের মাননীয় মন্ত্রী তপন দাশগুপ্তের উদ্যোগে তার বিধানসভা এলাকার বিভিন্ন স্থানের উন্নয়নের পাশাপাশি হুগলি জেলার বিভিন্ন স্থানে উচ্চ ক্ষমতা সম্পন্ন  হাই মাক্স আলো বসানো হল। বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত বিপণন দফতরের মন্ত্রীর অর্থানুকূল্যে এই হাই মাক্স আলো বসানোর ফলে এলাকার বাসিন্দাদের খুবই সুবিধা হয়েছে বলে জানিয়েছেন ঐ এলাকার ছোট থেকে বড় বয়সের সকলে। এ কথা একবাক্যে স্বীকারও করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা।

dashabhuja samman 2020 last date

তবে এই হাই মাক্স উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো বসানোর প্রসঙ্গে বৈদ্যবাটির বাইশ নং ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দারা জানান,  আগে এখানে টিম টিম করে আলো জ্বলতে দেখা যেত। এখন এই উচ্চ ক্ষমতা সম্পন্ন হাই মাক্স আলো বসানোতে এলাকার মানুষের যা উপকৃত হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিপণন বিভাগের মন্ত্রী তপন দাশগুপ্ত মহাশয়কে এবং এর পাশাপাশি বৈদ্যবাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান অরিন্দম বাবুকে ও হুগলি জেলার আর এম সির সচিব কে ধন্যবাদ জানায় এলাকাবাসী।

output_9W9bpBgif advtUntitled-1advt-4advt-3advt-1advt-5Untitled-2output_tnpHoY

%d bloggers like this: