পিছিয়ে পড়া মানুষের হাতে খাদ্য সামগ্রী বিতরণ

1d40aac7-6944-4e53-b993-f2b683f6ca84প্রবীর বোস:  বুধবার ১৪ অক্টোবর সকালে হুগলির পিয়ারাপুর অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসে কমিটির উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এলাকায় পিছিয়ে পড়া মানুষের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করবী মান্না। করবী মান্না জানান, হুগলি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জির নির্দেশ মত এই পিয়ারাপুর অঞ্চলের পিছিয়ে পড়া প্রায় বারোশো মানুষের হাতে ময়দা, চিনি, সুজি, সরিষার তেল, আলু, পেঁয়াজ, হলুদগুঁড়ো সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন।

dashabhuja samman 2020 last date

এদিনের এই সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করবী মান্না ছাড়াও উপস্থিত ছিলেন পিয়ারাপুর তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্ব ও মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

output_9W9bpBgif advtUntitled-2advt-5advt-4advt-1advt-3Untitled-1

%d bloggers like this: