মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

b504c714-5dc1-484b-bf87-4b53178a7c91প্রবীর বোস: হুগলি জেলার সিঙ্গুরে প্রায় ৪০ হাজার মহিলা কর্মীদের নিয়ে এক বিশাল প্রতিবাদ মিছিল করলো মহিলা তৃণমূল কংগ্রেস। রবিবার সিঙ্গুরের রতনপুর এলাকা থেকে এই বিশাল প্রতিবাদ মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস। উত্তরপ্রদেশের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এদিন মিছিলে পা মেলান কয়েক হাজার মহিলা তৃণমূলের কর্মী সমর্থকরা। c1354ebe-fe28-4e57-b4eb-eb03af30d053এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী অসীমা পাত্র, সাংসদ অপরূপা পোদ্দার, জেলা মহিলা সভানেত্রী করবী মান্না।

output_9W9bpBgif advtUntitled-1advt-1advt-3advt-5advt-4Untitled-2

%d bloggers like this: