প্রবীর বোস: হুগলি জেলার কোন্নগরে অশোক মুখার্জীর উদ্যোগে বিগ বি অমিতাভ বচ্চনের ৭৮ তম জন্মদিন পালন করা হল রবিবার ১১ অক্টোবর। কেক কেটে মানুষদের মধ্যে কেক বিলি করে ও দুঃস্থ মানুষদের দুপুরের খাবারের ব্যবস্থা করে অভিনেতার জন্মদিন পালন করা হয় এদিন। এছাড়াও বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আরোগ্য কামনায় শকুন্তলা কালি মন্দিরে পুজো ও মাজারে চাদর চড়ানো হয়।