সৌমাভ মণ্ডল,বসিরহাট, সংবাদ প্রতিখন: বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের কুমারজোল গ্রাম পঞ্চায়েতের বামনপুকুর দুর্গা মন্দির এলাকা পর্যন্ত পাঁচ কিলোমিটার পদযাত্রা হলো কৃষি বিলের সমর্থনে। এদিন কৃষি বিলের সমর্থনে লাঙ্গল, কোদাল ও কাস্তে নিয়ে মিছিল করে বিজেপি। হাতে প্ল্যাকার্ড ও মাইকিং প্রচার করে কৃষি বিলের সমর্থনে কৃষকদের বোঝাতে তাদের এই মিছিল। বাসন্তী হাইওয়ে তথা রাজ্য সড়ক ৩এ পর্যন্ত পৌছায় এই মিছিল।
এদিনের এই কর্মকান্ডে উপস্থিত ছিলেন নবদ্বীপ জোনের কনভেনার বিজয় ব্যানার্জি ও বিজেপির মিনাখাঁ মন্ডল সংখ্যালঘু সেলের সভাপতি নুর ইসলাম মোল্লার নেতৃত্বে কৃষি বিলের সমর্থনে এই মিছিল আয়োজিত হয়। প্রত্যন্ত সুন্দরবন এলাকা থেকে শতাধিক বিজেপি নেতাকর্মী ও কৃষকরা এই পদযাত্রায় সামিল হয়।