হুগলি প্রতিনিধি, সংবাদ প্রতিখন: কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে গতকাল, ৪ অক্টোবর, সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় ও সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব দাস মহাশয়ের উদ্যোগে সিঙ্গুরের টাটা ফ্যাক্টরী থেকে সিঙ্গুর দূর্গাপুর হাইওয়ের রতনপুর সেতু পযন্ত এক বিশাল মশাল মিছিলের ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ততম দুর্গাপুর এক্সপ্রেসওয়ের এক দিকের পথ।
এমন কি হুগলি গ্রামীন পুলিশের ট্রাফিক দপ্তরের পুলিশ ও সিঙ্গুর থানার পুলিশকেও সামাল দিতে দেখা যায়।