অনিমেষ মল্লিক, সংবাদ প্রতিখন: কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইন, শ্রমিক বিরোধী আইন, নারী নির্যাতন, মূল্যবৃদ্ধি ও উত্তরপ্রদেশে সম্প্রতিক গণ ধর্ষণ সহ বিভিন্ন ইস্যুতে হুগলি জেলার রিষড়ার বাগখাল থেকে ওয়েলিংটন জুটমিল পর্যন্ত বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে অযোজিত এক বিশাল মিছিলে পা মেলান কংগ্রেস নেতা ও বিধায়ক আব্দুল মান্নান, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য কমরেড সুদর্শন রায়চৌধুরী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জয়দেব চ্যাটার্জী, কমরেড তীর্থঙ্কর রায়, রিষড়া এরিয়া কমিটির সম্পাদক কমরেড সুদীপ সাহা সহ অন্যান্য নেতৃত্ব রবিবার ৪ অক্টোবর, ২০২০ বিকালে।