হাথরাস কাণ্ডের প্রতিবাদে সুন্দরবনে তপশিলি জাতির মিছিল

0d03de1f-ea1d-46e8-ba11-5d694fea274fসৌমাভ মণ্ডল,বসিরহাট: বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বিধানসভার বিশপুরে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, বিশিষ্ট আইনজীবী প্রসেনজিৎ জানা,  তৃণমূল কংগ্রেসের বিশপুর অঞ্চল সভাপতি চন্দ্রশেখর পাল, আদিবাসী পরিষদের সভাপতি সুবল সর্দার, দলনেতা উত্তম দাসদের নেতৃত্বে কয়েকশো আদিবাসী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি সহ কয়েকশো সুন্দরবনবাসীকে নিয়ে পদযাত্রার মধ্য দিয়ে হাথরাস কান্ডের বিরোধিতায় ধিক্কার ও প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। হাথরাস কাণ্ডে নির্যাতিতার দলিত পরিবারের পাশে থেকে অভিযুক্তের কঠিন শাস্তির দাবি জানানো হয়।

Untitled-1

পাশাপাশি শনিবার দুপুর দুটোয় তৃণমূল সাংসদদের উপর উত্তর প্রদেশ পুলিশি হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়। সেই সঙ্গেই প্রধানমন্ত্রী মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করা হয়। মিছিলের অগ্রভাগে ছিল তপশিলি জাতি ও উপজাতির মহিলা, পুরুষ ও যুবকরা।

দেবেশ মন্ডল জানান, এই মহা মিছিলের পাশাপাশি সুন্দরবনে আগামী দিনেও তৃণমূল কংগ্রেস আরো বেশি করে প্রতিবাদ বিক্ষোভ করবে।

Untitled-3advt-5advt-4advt-2FVADVT

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading