হিন্দমোটরে শুরু ফুটবল প্রশিক্ষণ শিবির

2b22bd87-17ae-493b-8e5e-d8d45bfc63caনিজস্ব সংবাদদাতা: হিন্দমোটর মেঘদুত অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় ও ইষ্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক সৌমিক দে এর নেতৃত্বে একটি ফুটবল প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন করলেন  বিধায়ক প্রবীর ঘোষাল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তাপস মুখার্জি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন পায়রা ও বেলুন উড়িয়ে শিবিরের সূচনা করেন প্রবীর ঘোষাল। তিনি বলেন আমি নিজে একজন ফুটবলের বড়ো ভক্ত।

gif advt

এই করোনা আবহের মধ্যেও এরম একটা খেলার মাঠ তৈরি করে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা একটা মহতী কাজ আর যেখানে ইষ্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলার সৌমিক রয়েছে। এখান থেকে প্রতিভাবান ভালো প্লেয়ার তুলে আনতে পারলে সেটা হবে ভারতবর্ষের একটা দৃষ্টান্ত।

Untitled-2

প্রাক্তন ফুটবলার সৌমিক দে বলেন দীর্ঘ দিন ধরে আমরা এই পরিকল্পনা করেছিলাম, করোনা আবহে আটকে পরে তবে মেঘদুত ক্লাবের প্রতিটা সদস্যের সহযোগিতায় আজ এই শিবির চালু করা সম্ভব হল। একজন ফুটবলার হিসেবে সবসময়ই চাইবো এই মাঠ থেকে ভালো ফুটবলার তৈরি করা।

advt-5advt-4advt-2advt-3advt-1

%d bloggers like this: