প্রবীর বোস: পূজোর আগেই চালু হতে চলেছে হাওড়া কর্ড ও মেন শাখায় রেল। রেল সূত্রে খবর বাঙালি শেষ্ঠ উৎসব দুর্গা পূজা, সেই পূজোর সময় যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেটা ভেবেই ট্রেন চালানোর চিন্তা ভাবনা রেলের। তার জন্য জোরকদমে চলছে রিষড়া স্টেশনে সহ অন্যান্য স্টেশন গুলোতে হলুদ রঙের গোল মার্ক করার কাজ। প্রত্যেকটি যাত্রী এক জায়গায় ভিড় না করে সে জন্য এই ভাবে গোল মার্ক করছে রেল।
রেল যাতায়াতের সময় রেলের যাত্রীদের দূরত্ব বজায় রাখার বা রাখতে এই ভাবেই আজ সকাল থেকে রিষড়া, শ্রীরামপুর স্টেশন সহ হাওড়া শাখার কর্ড ও মেন লাইনে বিভিন্ন স্টেশনে হলুদ রঙের গোলাকার করে দেওয়ার কাজ চলছে। আগামী কয়েক দিন ধরে এই কাজ চলবে বলে জানান কর্মীরা।