প্রবীর বোস: এক কলেজ ছাত্রের মৃত দেহ উদ্ধার হওয়া কে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। হিন্দমোটর নিউ স্টেশন রোডের বাসিন্দা উমেশ চন্দ্র কলেজের বি-কম তৃতীয় বর্ষের ছাত্র অনিরুদ্ধ সরাফের মৃত দেহ উদ্ধার হয় হিন্দমোটর কারখানার ভেতর একটি ঝিল থেকে। গতকাল তার মৃত দেহ ভাসতে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর উত্তরপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যায়। তার প্রতিবেশিরা জানান সে খুবই ভালো ছেলে গত দুবছর আগে একটি বহুতল আবাসনে আসে মা ও দিদির সঙ্গে।
খুব মিশুকে ছিল সে এমনকি কারো সঙ্গে কোন ঝগড়া বিবাদ কিছুই ছিল না তবে বন্ধুদের সাথে বেড়িয়ে গেছে হয়ত। এদিন অনিরুদ্ধর মৃত্যর খবর শুনে শোকের ছায়া নেমে আসে এলাকায়। এই ঘটনায় পুলিশ পাঁচ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।